Apan Desh | আপন দেশ

লাপাত্তা মেজর জেনারেল কবির

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:১৪, ১১ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:৩৫, ১১ অক্টোবর ২০২৫

লাপাত্তা মেজর জেনারেল কবির

সংগৃহীত ছবি

গুম-খুনে জড়িত সেনাবাহিনীর ১৫ জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেয়া হয়েছে। এদের মধ্যে মেজর জেনারেল কবির আহাম্মদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি সাবেক সামরিক সচিব ছিলেন। 

শনিবার (১১ অক্টোবর) সেনা সদরে সার্বিক বিষয়ে ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন মেজর জেনারেল হাসানুজ্জামান।

যাদের হেফাজতে নেয়া হয়েছে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ৮ ও ৯ অক্টোবর তাদের হেফাজতে নেয়া হয়। এ ছাড়া সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যারা গুম হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানিয়েছেন মেজর জেনারেল হাসানুজ্জামান।

আপন দেশ/এমবি

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়