Apan Desh | আপন দেশ

শিশুকে ধর্ষণ, ভিডিও ধারন, অতঃপর

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ২২:২০, ১৫ অক্টোবর ২০২৫

শিশুকে ধর্ষণ, ভিডিও ধারন, অতঃপর

আবুল বাশার গাজী

ফেনীর ১৩ বছর বয়সী এক শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ এবং সে ঘটনার ভিডিও ধারণের অভিযোগে আবুল বাশার গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। সে যুবদলকর্মী। জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ভোরবাজার সুলতানপুর গ্রামের ঘটনা এটি।

‎​ভুক্তভোগী শিশুটি তার ভিডিও বক্তব্যে জানিয়েছে, স্থানীয় আবুল বাশার গাজী দীর্ঘ প্রায় ছয় বছর ধরে ভয়ভীতি ও নানা প্রলোভন দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, সে এক বৃদ্ধ ব্যক্তিকেও দিয়ে শিশুটিকে ধর্ষণ করিয়ে এসব ঘটনার ভিডিও গোপনে ধারণ করে। ‎​পরে ধারণ করা ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে অভিযুক্ত আবুল বাশার ওই বৃদ্ধের কাছ থেকে দুই দফায় মোট ১৫ হাজার টাকাও আদায় করে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি এ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও পড়ুন<<>> স্ত্রীকে হত্যা করে ফাঁস দিয়েছে জামায়াত নেতা

‎​স্থানীয় সূত্র এবং যুবদল নেতা সোহাগের বক্তব্যে জানা যায়, আবুল বাশার তার দোকানের শাটার নামিয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকত। সে নিজেই শিশুটিকে ধর্ষণ করে ভিডিও নিজের কাছে রেখে বৃদ্ধের কাছ থেকে টাকা আদায় করেছে।

‎​ভিকটিম শিশুর মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বুধবার (১৫ অক্টোবর) সকালে সোনাগাজী মডেল থানা পুলিশ নবাবপুর ইউনিয়নের গোয়ালিয়া গ্রামের আলু বেপারী বাড়ি থেকে প্রধান অভিযুক্ত আবুল বাশার গাজীকে গ্রেফতার করে।

সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধের বিষয়টি স্বীকার করেছে। তাকে দ্রুতই আদালতে পাঠানো হবে।
‎​এ পৈশাচিক ঘটনা জানাজানি হওয়ার পর পুরো এলাকায় নিন্দার ঝড় বইছে। স্থানীয় জনগণ অভিযুক্ত আবুল বাশারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়