Apan Desh | আপন দেশ

স্বর্ণার রেকর্ডে বাংলাদেশের রান ২৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৮, ১৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:৩৮, ১৩ অক্টোবর ২০২৫

স্বর্ণার রেকর্ডে বাংলাদেশের রান ২৩২

সংগৃহীত ছবি

বিশাখাপট্টনমে নারী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ইনিংসটা ছিল দারুণ। ৬ উইকেট হারিয়ে তারা তুলেছে ২৩২ রান। টপ অর্ডারের দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে শেষদিকে মারমুখী ব্যাটিংয়ে ঝড় তোলেন স্বর্ণা আক্তার।

স্বর্ণা আক্তারের সামর্থ্য নিয়ে কারো সংশয় ছিল না। দলও তার ওপর আস্থা রেখেছিল দীর্ঘ দিন। ২১ ওয়ানডে আর ৩৫ টি-টোয়েন্টি খেলার পর অবশেষে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ফিফটি পেলেন তিনি। তাও আবার রেকর্ড গড়ে! মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম ফিফটি এখন স্বর্ণা আক্তারেরই।

এ বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার। প্রথম ১০ ওভার দেখেশুনে খেলে তারা তোলেন ২৮ রান। ৫৩ রানে বাংলাদেশ তাদের প্রথম উইকেট হারায়। ৭৬ বলে ৩০ রান করে আউট হন ফারজানা হক।

তবে তাদের সে ভিতের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের ইনিংসটা মাঝে টানেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা। দুজনের ৯১ বলের জুটিতে আসে ৭৭ রান। ৪২ বলে ৩২ রান করে নিগার আউট হয়ে গেলে উইকেটে আসেন স্বর্ণা।

এর মধ্যেই শারমিন ফিফটি পেয়ে যান। ওয়ানডে ক্যারিয়ারের নবম ফিফটি পাওয়া এ ব্যাটার যদিও রানআউট হয়ে যান মাইলফলকটা ছুঁয়েই। স্বর্ণা শুরু থেকেই ছিলেন মারমুখী। দ্বিতীয় বলে সুইপ করে বাউন্ডারি মেরে বার্তা দিয়ে রাখা স্বর্ণা ৩ ছক্কা আর সমান চারে ৩৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। তার ৩ ছক্কাও বাংলাদেশের রেকর্ড। এর আগে মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ২টি ছক্কা মেরেছিলেন নিগার সুলতানা।

এর মধ্যেই দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ডটা নিজের করে নিয়েছেন স্বর্ণা। এত দিন এ রেকর্ডটি ছিল নিগার সুলতানার। গত এপ্রিলে লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৯ বলে ফিফটি করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়