
ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ৭৫তম জন্মদিন উদযাপন করেছে আজ (বুধবার)। দিনটিকে ঘিরে শুভেচ্ছায় ভাসছেন তিনি। রাজনৈতিক নেতাদের পাশাপাশি ক্রীড়াঙ্গনসহ সর্বস্তরের মানুষই শুভেচ্ছা জানাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রীকে।
তবে সবচেয়ে আকর্ষণীয় শুভেচ্ছা এসেছে দেশের বাইর থেকে। বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ভারতের নরেন্দ্র মোদির জন্মদিনে তার জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন।
মেসি উপহার হিসেবে তার স্বাক্ষরকৃত ২০২২ বিশ্বকাপের জার্সিটি মোদিকে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।
আরওপড়ুন<<>>আফগানদের হারিয়ে সুখবর পেল বাংলাদেশ
তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে মেসি স্বাক্ষরকৃত জার্সি পাঠিয়েছেন। ভবিষ্যতে ভারতে আসার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ করানোরও চেষ্টা করা হবে।
শুধু উপহারই নয়, মেসি জানিয়েছেন, ভারতের ভক্তদের প্রতি তার শুভেচ্ছা। প্রথমবার ভারত সফরের সুযোগ পেয়ে আনন্দিত বিশ্ব ফুটবলের জীবন্ত এ কিংবদন্তি। আগামী ডিসেম্বর মাসে আর্জেন্টিনা জাতীয় দলসহ মেসি ভারতে আসবেন।
তাদের সফরসূচি অনুযায়ী: ১২ ডিসেম্বর আর্জেন্টিনা দল কলকাতায় পৌঁছাবে। ১৩ ডিসেম্বর কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে।
১৫ ডিসেম্বর দিনভর নতুন দিল্লিতে খেলাধুলা ও ভক্তদের সঙ্গে নানা আয়োজনে অংশ নেয়ার পর সফরের সমাপ্তি হবে। মেসির এ শুভেচ্ছা ও সফরের খবরে ভারতীয় ফুটবলপ্রেমীরা ইতোমধ্যেই উচ্ছ্বসিত।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।