Apan Desh | আপন দেশ

বিশেষ ফ্লাইটে দেশের পথে জামালরা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:২২, ১১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:২৪, ১১ সেপ্টেম্বর ২০২৫

বিশেষ ফ্লাইটে দেশের পথে জামালরা

ছবি: বাফুফে

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সংকটের নেপাল। সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা, রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবনযাপন, বেকারত্ব আর সরকার-প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করেছে জেন-জি। মাত্র দুদিনের আন্দোলনে সরকার পতন হলেও নতুন করে সংকট দেখা দিয়েছে। অভ্যুত্থানের পর নেপালজুড়ে চলছে কারফিউ। 

এমন পরিস্থিতিতে দুই দিন হোটেলেই অবরুদ্ধ ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর দূতাবাস ও বাংলাদেশ সরকারের সম্মিলিত চেষ্টায় দেশে ফিরছেন জামাল ভূঁইয়ারা। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। সেখান থেকে বেলা সাড়ে ১১টার পর বিশেষ এক ফ্লাইটে দেশে ফিরবে ফুটবলাররা। তাদের সঙ্গে বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকদেরও একই ফ্লাইটে ফিরিয়ে আনা হচ্ছে। 

আরও পড়ুন<<>>দেশে ফেরা অনিশ্চিত বাংলাদেশ দলের

সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও ব্যাপক দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গত ৮ সেপ্টেম্বর থেকে নেপালে বিক্ষোভ শুরু হয়। তরুণ প্রজন্মের অংশগ্রহণে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত সহিংস রূপ নিলে পরদিন ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। 

তবে প্রধানমন্ত্রীর পদত্যাগ সত্ত্বেও নেপালের পরিস্থিতি শান্ত হয়নি। বিভিন্ন এলাকায় লাগাতার বিক্ষোভ ও অগ্নিসংযোগ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ালে সেদিন দুপুর থেকে গতকাল বিকেল পর্যন্ত ত্রিভুবন বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

এদিকে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হলেও কাঠমান্ডু আন্দোলনে উত্তাল হয়ে উঠলে, দ্বিতীয় ম্যাচের অনুশীলন বাতিল হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ ঘোষণার পাশাপাশি বাতিল করা হয় পরদিনের দ্বিতীয় ম্যাচও। 

এমনকি এ আন্দোলনে জামালদের অবস্থান করা টিম হোটেলের পাশেও জ্বালাও-পোড়াও চলছিল। ফলে গত দুই দিন হোটেলে বন্দী অবস্থায় ছিলেন ফুটবলাররা। এদিকে এ কদিন অনিশ্চয়তার মাঝেও নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছেন ফুটবলাররা। বুধবারও (১০ সেপ্টেম্বর) টিম হোটেলে সবাই ঘাম ঝরিয়েছেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়