
আমিনুল হক ও সাকিব আল হাসান।
বাংলাদেশ ক্রিকেট দলের তারকা সাকিব আল হাসান। তিনি আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হন। পরে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পতনের কারণে জনরোষে পড়েন এ ক্রিকেটার।
বিএনপির নেতা ও সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল হক বলেন, সাকিব ছিলেন স্বৈরাচার সরকারের একজন এমপি। এটা ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি হবে।
তিনি আরও বলেন, অবৈধ সরকারের হয়ে কাজ করায় সাকিবের বিচার রাষ্ট্রই করবে। তিনি খেলোয়াড় থাকাকালীন সরকারের প্রলোভনে এমপি হন। এ কাজ করে তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন।
গত বছর জুলাইয়ের পর থেকেই সাকিব দেশের বাইরে। সরকার পতনের পর আর দেশে ফেরেননি। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে আসার কথা থাকলেও
জনরোষের ভয়ে আর আসেননি তিনি। সাকিবের নামে একাধিক মামলা রয়েছে। আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে সাজাও আছে।
২০১৮ সালেও সাকিব এমপি হতে চেয়েছিলেন। তখন মনোনয়ন না পেলেও ২০২৪ সালের নির্বাচনে অংশ নেন। তবে খেলার পাশাপাশি রাজনীতিতে যুক্ত হওয়ায় সাকিব তোপের মুখে পড়েন। তার বিতর্কিত মন্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট জনগণের মধ্যে ক্ষোভ বাড়িয়ে তোলে।
আমিনুল হক বলেন, স্বৈরাচার সরকারের যারা দোসর ছিল, তাদের সবাইকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।