Apan Desh | আপন দেশ

ফাইনালে উঠে অবসরের ইঙ্গিত দিলেন মেসি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫০, ১০ জুলাই ২০২৪

ফাইনালে উঠে অবসরের ইঙ্গিত দিলেন মেসি

ছবি: সংগৃহীত

কানাডাকে ২-০ গোলে হারিয়ে আরও একটি শিরোপার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা। বিশ্বকাপ ও কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে। ম্যাচ জয়ে ভূমিকা রাখা লিওনেল মেসি একটি গোল করে এদিন ম্যাচসেরা হয়েছেন। 

এরপরই ফের অবসরের ইঙ্গিত দিয়েছেন আলবিসেলেস্তে অধিনায়ক। তিনি বলেছেন, এটি আমাদের শেষ লড়াই।

আর্জেন্টাইন মহাতারকার অবসরের ইঙ্গিত শোনা যাচ্ছে অনেক আগে থেকেই। তিনি নিজেও স্পষ্ট করে বিদায়ের সময় জানাচ্ছেন না। তবে তার কথার সূত্র ধরে গণমাধ্যম সে ইঙ্গিত জোরালো করেছে সময়ে-সময়ে। আরও একবার কোপার ফাইনালে উঠে সেই আগুনে ঘি ঢেলেছেন মেসি। 

তিনি বলছেন, জাতীয় দল ও একটি গ্রুপ হয়ে আমরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি, সেটি উপভোগ করছি। আবারও ফাইনালে ওঠা সহজ বিষয় নয়, আবারও চ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে। উপভোগও করছি, এর পাশাপাশি ফিদেও (দি মারিয়া), ওটার (নিকোলাস ওটামেন্দি) মতো আমিও মনে করছি, এগুলো (আমাদের) শেষ লড়াই।

যদিও এবারের কোপা সহজ ছিল না মেসির জন্য। শুরুর দিকে সহজ সুযোগ হাতছাড়া করেছেন, চোটগ্রস্ত হয়ে খোলস ছেড়েছেন ধীরে ধীরে। আজ চলতি কোপায় পেলেন নিজের প্রথম গোলও। দল ফাইনালে উঠলেও, যাত্রাটা যে মোটেও সহজ ছিল না সেটাই বললেন অকপটে।

তিনি বলেন, আমরা এ নিয়ে টানা চতুর্থ (ফিনালাসিমাসহ) ফাইনাল খেলব। কথাটা বলা সহজ হলেও পুরো যাত্রা অনেক কঠিন ছিল। খারাপ পিচ, ভারী আবহাওয়া এবং এখানে খেলা বেশ কঠিন। তবুও আসুন সময়টা উপভোগ করি, সামনে আরেকটি ফাইনাল। সৃষ্টিকর্তা চাইলে গতবারের (চ্যাম্পিয়ন) মতোই হবে।

এ ম্যাচে ফিট না থাকলেও, মেসি যে পুরো সময়ই খেলবেন সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। সেই অনুসারে মেসি খেললেন ঠিকঠাক, পেলেন গোলও, তবে তার মাঝে চোটের কোনো অস্বস্তি দেখা যায়নি। আজকের গোলে যৌথভাবে আন্তর্জাতিক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ গোল করার মাইলফলক স্পর্শ করেছেন ‘লা পুলগা’। 

আগামী সোমবার কোপার ফাইনালে নামলে, মেসি টানা চতুর্থ ফাইনাল খেলতে যাচ্ছেন। ২০২১ কোপা ও ফিনালিসিমার পর ২০২২ বিশ্বকাপ, এবারের কোপা দিয়ে টানা চতুর্থ শিরোপা জয়ের বিরল রেকর্ডের কাছাকাছিও আর্জেন্টিনা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা