Apan Desh | আপন দেশ

কাতারের বিতর্কিত গোলে ভারতের স্বপ্নভঙ্গ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮, ১২ জুন ২০২৪

কাতারের বিতর্কিত গোলে ভারতের স্বপ্নভঙ্গ

ছবি: সংগৃহীত

ফিফা ২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বে বেশ ভালো অবস্থানে ছিল ভারত। কাতারের কাছে না হারলেই দেশটি চলে যেতো পরের রাউন্ডে। কিন্তু প্রতিপক্ষের বিতর্কিত এক গোলে ভেঙে চুরমার হয়ে গেছে ভারতের বিশ্বকাপ স্বপ্ন।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মঙ্গলবার কাতারের মাটিতে তাদেরই বিপক্ষে খেলতে নেমেছিল ভারত। গত ফুটবল বিশ্বকাপের আয়োজকদের কাছে ১-২ ব্যবধানে হেরেছে তারা। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার জন্য কাতারের বিরুদ্ধে জয় গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য।

এদিন ম্যাচের প্রথম ১০ মিনিট কাতারের দাপট ছিল বেশি। ধীরে ধীরে মাঝমাঠের দখল নিতে শুরু করে ভারত। ভারতীয় দল গোল করার প্রথম সুযোগ পায় ম্যাচের ২৩ মিনিটে। যদিও অফসাইডের ফাঁদে পড়ে সেই সুযোগ হারায় সফরকারীরা। ৩৭ মিনিটে ছাংতের গোলে এগিয়ে যায় ভারত। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে তারা।

আরও পড়ুন>> ভূঁইয়াদের জয়ের আশার গুড়ে বালি 

তবে ম্যাচের ৭৫তম মিনিটে সমতা ফেরায় কাতার। এ গোল নিয়ে অবশ্য বিতর্ক তৈরি হয়। বল গোলপোস্টের পাশ দিয়ে বাইরে চলে গিয়েছিল। কাতারের আল হাসান সেই বল গুরপ্রীতের কাছ থেকে কার্যত ছিনিয়ে নিয়ে মাঠে ঢুকিয়ে গোল করেন। যা না হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো।

এরপর ৮৫ মিনিটে কাতারের পক্ষে দ্বিতীয় গোল করেন আর রাউই। অতিরিক্ত সময়ে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু সফল হননি সাহাল। শেষ পর্যন্ত তাই হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। একইসঙ্গে ভেঙে যায় বিশ্বকাপ বাছাইয়ের পরের পর্বে যাওয়ার স্বপ্নও।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা