
সংগৃহীত ছবি
বাংলাদেশ ব্যাংকে সীরাতুন্নবী (সা.) মাহফিল হবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) এ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিল শুরু হবে বিকাল ৩টায়।
এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শায়খ আহমাদুল্লাহ। তিনি আস্ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি সীরাতুন্নবী (সা.) নিয়ে আলোচনা করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মো. জাকির হোসেন চৌধুরী। তিনি বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর। সভাপতিত্ব করবেন মো. আনিচুর রহমান। তিনি বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি।
আয়োজকের পক্ষ থেকে সকল কর্মকর্তা-কর্মচারীসহ আগ্রহীদের অনুষ্ঠানটিতে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।