ছবি : আপন দেশ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন বগুড়া-৬ আসনে নির্বাচনে ড্যাবের সমন্বয়ক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৬ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে তিনি অংশগ্রহণ করেন।
এরমধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে প্রচার শুরু হয়ে শহরের জামিল নগর, পালপাড়া, আমতলী, সেউজগাড়ী, নাটাইপাড়া, বৌ বাজার, উত্তর চেলোপাড়া মাঠ, চেলো পাড়া আশ্রম-সংলগ্ন পাড়া, চেলোপাড়া পার্ক, সিনজি স্ট্যান্ড, সাবগ্রাম হাট হয়ে সাবগ্রাম স্টেশনে শেষ হয়।
ডা. বিটুর নেতৃত্বে এ সময় প্রচারে অংশগ্রহণ করেন, ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী; বিএমএর সদস্য সচিব ডা. মো. আব্দুল ওয়াহেদ; সদস্য ডা. মো. আনিসুর রহমান, ডা. মো. সাইফুর রহমান শাহীন, জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. ইউনুস আলী; ডা. মো. রাশেদুল ইসলাম রনি, ডা. মো. মোসলেহ উদ্দীন হায়দার রাসেল, ডা. মো. ফারজানুল ইসলাম নির্ঝর, ডা.মো. আমিনুর রহমান হীরা, ডা. তাপস দাস, ডা. সুলতান সাঈদ, ডা. সালেহ, ডা. মো. মেহরাব হোসেন, ডা. ইকবাল, ডা. ময়নুল হাসান রাব্বী, ডা. আব্দুল আলীম, ডা. শরীফ মাহবুব, ডা. মনিরুজ্জামান, ডা. রেজাউল করিম রুবেল, ডা. কাইয়ুম রাসেল, ডা. উম্মে হানি পৃথ্বী, ডা. মো. সাব্বির হোসেন, ডা. নিলয়, ডা. নাফিস মোহাম্মদ রুকু, ডা. মাহফুজুল হাসান, ডা. অপু বসাক, ডা. নেয়ামুল সাদ্দামসহ অন্যান্য ড্যাব ও বিএমএ নেতৃবৃন্দ।
এ ছাড়া ডা. নেয়ামুল সাদ্দাম; সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস; জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগান; জেলা ছাত্রদলে নেতা ইঞ্জিনিয়ার ফাহিম; শজিমেক ছাত্রদলের সভাপতি শেখ রিচি, সেক্রেটারি গালিব আল মুগনী, ধ্রুব চৌধুরী, সোহানুর রহমান, অমিয় মিশেল, শাহরিয়ার রহমান অনিক, সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম ধ্রুব,আরিব রহমান, আফরাজিম আজাদ, রাফিদুল ইসলাম অমি, শাহ পরান, সাহেল রহমান শীর্ষ, মুশরান খান, মুহতাসিম আমিনুর, তানবীর হোসেন ঈশান, ফেরদৌস ওয়াহিদ, রাফিদ মোশায়েদ, হিমেল নূর, হাসনাইন হক, নাফিস ইকবাল নয়ন, অনিন্দ্য পাল, আলিমুল ইসলাম ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দও অংশ নেন।
আরও পড়ুন : সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল-এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র
উল্লেখ্য, মধ্যবর্তী সময়ে বগুড়া-৬ আসনে নির্বাচনকালীন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের বগুড়া জেলা নেতৃবৃন্দের মাঝে কো-অর্ডিনেশন মিটিং সম্পন্ন হয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































