Apan Desh | আপন দেশ

কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৫, ২৪ জানুয়ারি ২০২৬

কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

ছবি: আপন দেশ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া করেন তিনি। বিএনপির মিডিয়া সেল এসব তথ্য জানিয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোকোর মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত শেষে তার জীবনী ও কর্মজীবনের নানা দিক তুলে ধরেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় সভাপতি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিম উদ্দীন আলম। 

আরও পড়ুন<<>>‘যত বেশি গণতান্ত্রিক চর্চা হবে মানুষ তত বেশি জনকল্যাণে কাজ করবে’ 

তিনি বলেন, কোকোর মৃত্যু শহীদ জিয়া পরিবার ও বিএনপির জন্য আজও এক গভীর শোকের স্মৃতি হয়ে আছে। তার মাগফিরাত কামনায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। আরাফাত রহমান কোকো কেন্দ্রীয় ক্রীড়া সংসদের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানিয়েছে, সবাইকে ধন্যবাদ জানাই।

নাজিম উদ্দীন আলম আরও বলেন, ২০১৫ সালের ২৪ জানুয়ারি দেশের গণআন্দোলনের এক শ্বাসরুদ্ধকর সময়ে, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পুলিশি অবরোধে গুলশানে নিজ কার্যালয়ে আটকে থাকা ‘মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সে সময়েই প্রবাসী জীবনে মালয়েশিয়ায় আকস্মিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন আরাফাত রহমান কোকো। তার এ অকাল মৃত্যুতে দেশবাসী শোকে মুহ্যমান হয়ে পড়ে। প্রিয় পুত্রের মরদেহ দেখে অবরুদ্ধ বেগম খালেদা জিয়া কান্নায় ভেঙে পড়েছিলেন। সে সময় কোকোর মৃত্যুকে কেন্দ্র করে স্বৈরাচার আওয়ামী বাকশালী সরকারের পক্ষ থেকে লাশ দেখা ও সমবেদনা নিয়ে চালানো হয় এক নিকৃষ্ট ও ঘৃণ্য রাজনৈতিক কূটকৌশল। মৃত্যুকালে কোকোর বয়স হয়েছিল ৪৫ বছর।

তিনি বলেন, রাজনৈতিক পরিবারে জন্ম হলেও কোকো রাজনীতিক হিসেবে নয়, বরং একজন ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক হিসেবেই বেশি পরিচিত ছিলেন। ব্যবসা, ক্রীড়া এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডেই তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সাধারণ মানুষের মতো সাদাসিধে জীবনযাপন করতেন কোকো।

এছাড়া আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সিলেট-৬ আসনের প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরীর পক্ষ থেকেও কোকোর কবরে কোরআন তিলাওয়াত, দোয়া ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়