ছবি : আপন দেশ
যেকোনো ধরনের উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার (১৪ জানুয়ারি) নিজের নির্বাচনী এলাকায় উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘অনেকেই নির্বাচন কমিশনের বিধিমালা অমান্য করে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। আমরা চাই না, এসবের প্রতিবাদে জড়িয়ে পড়তে। আমাদের অবস্থান স্পষ্ট। কোনো উসকানিতে পা দেব না।’
আরও পড়ুন : ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত
তিনি আরও বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ। তাই আমরা কোনো উসনানিতে পা দেব না। তবে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানাই, তারা যেন এসব বিষয় গুরুত্বের সঙ্গে নজরে রাখেন।’
আপন দেশ/এসএস/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































