Apan Desh | আপন দেশ

সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৫৯, ১১ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:৫৯, ১১ জানুয়ারি ২০২৬

সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচার

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারে নামছেন। দলের মিডিয়া সেলের আহবায়ক মওদুদ হোসেন আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেটে পৌঁছে তারেক রহমান প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর তিনি নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন। সফরকালে সিলেটের বিভিন্ন এলাকায় পথসভা ও জনসভায় বক্তব্য দেয়ার পরিকল্পনা রয়েছে।

ঢাকায় এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মওদুদ হোসেন আলমগীর বলেন, সামনে জাতীয় নির্বাচন। সে প্রেক্ষাপটে ২২ জানুয়ারি থেকে বিএনপি জনগণের সামনে তাদের পরিকল্পিত রাজনৈতিক কর্মসূচি তুলে ধরবেন। 

আরও পড়ুন<<>>৫ আগস্টের পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই: তারেক রহমান

নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, ২১ জানুয়ারি সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হবে। পরদিন, ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম। সিলেট সফর শেষে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফেরার সময় বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন। এ সময় তিনি মৌলভীবাজারে একটি জনসভায় যোগ দেবেন এবং শ্রীমঙ্গলে নির্বাচনি সভায় বক্তব্য দেবেন।

উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচার প্রশ্নফাঁসের প্রমাণ মিললে পরীক্ষা বাতিল করা হবে: ডিজি উত্তেজনার মাঝেই ভারতে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের শরফুদ্দৌলা স্বৈরাচারের দোসররা ভোট ভন্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা আপিলের দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন নির্বাচন নিয়ে নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে ইইউ আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি শিশু নিহত সিরিয়ায় আইএস নির্মূলে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা বায়ুদূষণে ‘বিশ্বসেরা’ শহর ঢাকা বিক্ষোভ দমনে কঠোর ইরান, ব্যাপক হতাহতের আশঙ্কা নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, জেনে নিন বাজারদর শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ‘ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়’