আমাদের পালিয়ে যাওয়ার জায়গা নেই: তারেক রহমান
এখানে এসে শুনছি শুধু দাবি আর দাবি। এত দাবি থাকলে গত ১৭ বছরে কী উন্নয়ন হলো? গত ১৭ বছরে কোনও উন্নয়ন হয়নি? আমরা যেহেতু এ দেশেই থাকবো, কাজেই আমাদের এ দেশের উন্নয়ন করতে হবে। প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই। আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নাই। এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান। নিজের স্মৃতিচার করে তিনি বলেন, নওগাঁয় শীতের মধ্যে এসে কম্বল দিয়েছি। এ নওগাঁ ও জয়পুরহাট জেলা গণতন্ত্র পুনরুদ্ধারে অনেক অবদান রেখেছে।
০৯:৫৬ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার