Apan Desh | আপন দেশ

‘গৃহদাহের’ মধ্যেই জামায়াতে ভিড়লো নাহিদরা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৪, ২৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:২৮, ২৮ ডিসেম্বর ২০২৫

‘গৃহদাহের’ মধ্যেই জামায়াতে ভিড়লো নাহিদরা

নাহিদ ইসলাম ও ডা. শফিকুর রহমান।

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেষ পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গেই জোটবদ্ধ হয়েছে। দলের ভেতরে তীব্র ‘গৃহদাহ’ ও শীর্ষ নেতাদের পদত্যাগের মধ্যেই এ নাটকীয় মেরুকরণ ঘটল।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জামায়াতের জোটে যোগ দিয়েছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগে থেকে জোটে থাকা আট দল হলো– বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনসিপি শুরুতে জামায়াতের কাছে ৫০টি আসন দাবি করেছিল। দীর্ঘ দর-কষাকষির পর অবশেষে ৩০টি আসনে সমঝোতা চূড়ান্ত হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, এনসিপি নির্দিষ্ট ৩০টি আসন ছাড়া বাকিগুলোতে প্রার্থী দেবে না। নির্বাচনী ফলাফলের ভিত্তিতে রাষ্ট্রীয় পদমর্যাদা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। আবদুল কাদেরের দাবি অনুযায়ী, জয়ী হলে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী ও পরাজিত হলে বিরোধীদলীয় নেতা হবেন—এমন উচ্চাভিলাষী আলোচনাও টেবিলে রয়েছে।

আরও পড়ুন>>>ভোটের হাওয়ায় দ্রুত বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ

জামায়াতের সঙ্গে জোট কারার খবর ছড়িয়ে পড়তেই এনসিপির অভ্যন্তরে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। জামায়াতের সঙ্গে জোট করায় দলের শীর্ষ স্তরের অনেক নেতা-নেত্রী পদত্যাগ করেছেন। দলটির মধ্যে পদত্যাগের হিড়িক এবারই প্রথম নয়। গত কয়েক মাস ধরেই একে একে অনেকেই দল ছেড়ে নেতৃত্বের সমালোচনায় মুখর হয়েছেন।

দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক পদত্যাগ করে বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়ে এনসিপি যাত্রা শুরু করলেও বর্তমানে তারা ভুল পথে হাঁটছে।

পদত্যাগের পর মীর আরশাদুল হক প্রকাশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন ও বাঁশখালী আসন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন>>>জামায়াতের জোটে যোগ দিলো এলডিপি-এনসিপি

গতকাল সন্ধ্যায় দলের ৩০ জন নেতা এনসিপির আহবায়ক নাহিদ ইসলামকে ‘সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি’ বিষয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। তাতে তারা বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে। রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে। এ ধরনের জোট এনসিপির বহু কর্মী, সমর্থক ও বিশেষ করে তরুণ প্রজন্মসহ নতুন ধারার রাজনীতিকে সমর্থন করা বহু সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও হতাশা তৈরি করবে। এর মাধ্যমে এনসিপির নিজস্ব মধ্যপন্থী রাজনৈতিক এজেন্সি ক্ষতিগ্রস্ত হবে।

নাহিদ ইসলামকে অনুরোধ জানিয়ে ওই ৩০ নেতা বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান গ্রহণ করা হোক। আমরা মনে করি, নীতিগত অবস্থানের ভিত্তিতে কৌশল নির্ধারিত হওয়া উচিত। কৌশলগত কারণে নীতিগত অবস্থান বিসর্জন দেয়া উচিত নয়।

এদিকে এনসিপির একজন দায়িত্বশীল নেতা জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এনসিপিতে যোগদান নিয়ে আলোচনা চলছে। গত ৯ নভেম্বর তিনি ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। ২২ ডিসেম্বর তিনি এ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল শনিবার কুমিল্লা-৩ আসন থেকেও তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এক ব্যক্তি। জামায়াতের সঙ্গে এনসিপির সম্ভাব্য সমঝোতার আলোচনায় প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের নামও রয়েছে বলে জানা গেছে।

এরমধ্যেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর আসনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। আরিফুর রহমান তুহিন বলেন, শহীদ ওসমান হাদির ময়দান ঢাকা-৮। আরেক বিপ্লবী নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে এ আসনে লড়বেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়