Apan Desh | আপন দেশ

জামায়াতের জোটে যোগ দিলো এলডিপি-এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৮, ২৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:৩৫, ২৮ ডিসেম্বর ২০২৫

জামায়াতের জোটে যোগ দিলো এলডিপি-এনসিপি

সংগৃহীত ছবি

যুগপৎ আন্দোলনের শক্তি বাড়াতে নতুন জোটে যোগ দিয়েছে আরও দুটি রাজনৈতিক দল। কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন থেকে এ জোটের শরিক হিসেবে কাজ করবে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সংবাদ সম্মেলনে নতুন দল দুটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। জোটের পরিধি বৃদ্ধির এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

আগে থেকে জোটে থাকা আট দল হলো– বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়