Apan Desh | আপন দেশ

এনসিপি ছাড়লেন তাসনিম জারা, ৩ শীর্ষ নেত্রীর রহস্যময় পোস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩, ২৭ ডিসেম্বর ২০২৫

এনসিপি ছাড়লেন তাসনিম জারা, ৩ শীর্ষ নেত্রীর রহস্যময় পোস্ট

সংগৃহীত ছবি

নির্বাচনের ঠিক আগমুহূর্তে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)। দলটির গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেছেন জনপ্রিয় মুখ ডা. তাসনিম জারা। তিনি আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন। একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগের ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন দলটির আরও তিন শীর্ষ নারী নেত্রী।

তারা হলেন- দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব নুসরাত তাবাসসুম ও যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।

সামান্তা শারমিন তার পোস্টে বলেছেন, ‘আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়।’

আর নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘নীতির চাইতে রাজনীতি বড় নয়। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট...।

অন্যদিকে ডা. মাহমুদা মিতু লিখেছেন, ‘এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়ে যারা ওপেন বলে-কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট।’

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়