Apan Desh | আপন দেশ

আগুন সন্ত্রাস বাদ দিয়ে শত্রু চেনার আহবান ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১১:৩১, ১৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:১৩, ১৯ ডিসেম্বর ২০২৫

আগুন সন্ত্রাস বাদ দিয়ে শত্রু চেনার আহবান ইনকিলাব মঞ্চের

ছবি : আপন দেশ

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে বিরত থাকার আহবান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে হাদির নিজ হাতে গড়া সংগঠনটির ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের হাতে দেশকে তুলে দিয়েন না। ভাঙচুর আর আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায়। ৩২ আর ৩৬ এক জিনিস না, এইটা আপনাদের বুঝতে হবে।

পোস্টে বলা হয়, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারলে কার কার লাভ সেটা একবার ভেবে দেখুন! এই মুহূর্তে বহির্বিশ্বে বাংলাদেশকে একটি জঙ্গি অভয়ারণ্য, নিয়ন্ত্রণহীন রাষ্ট্র হিসেবে পোট্রে করার চেষ্টা করা হচ্ছে, যার কোন সুফল নাই, উল্টো দীর্ঘমেয়াদি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছি আমরা।
 
দেশের শত্রুদের চেনার আহবান জানিয়ে পোস্টে আরও লিখা হয়, ওসমান হাদি তার এক্টিভিজম, তার রাজনীতির পুরোটা সময় জুড়ে আপনাদেরকে সার্বভৌমত্বের শত্রু চিনিয়েছেন, সেইসঙ্গে তাকে মোকাবিলা করার পথও বাতলে দিয়েছেন। আমাদের সামনে দীর্ঘ লড়াই, এটাকে কোনোভাবেই দুই একদিনে হাসিল করা সম্ভব না। বাংলাদেশকে স্থিতিশীল রাখতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করুন, সহিংসতা পরিহার করুন।

আরও পড়ুন : মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে : মির্জা ফখরুল

অপর এক পোস্টে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, দেশের সাধারণ জনগণকে যেকোনো ধরনের সহিংসতা পরিহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। ওসমান হাদি তার শত্রুর সঙ্গেও আমৃত্যু ইনসাফ চেয়েছেন, বুদ্ধিবৃত্তিক লড়াই করতে চেয়েছেন। যিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছেন, তাকে কেন্দ্র করে যাতে কোনোভাবেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখবার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা এই ঘটনাকে কাজে লাগিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে তাদের সন্দেহের চোখে দেখুন।  কোনোভাবেই দেশকে অকার্যকর হতে দেয়া যাবে না।
 
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ জানা যায়। পরে হাদির অনুসারী এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা রাতেই প্রতিবাদে সড়কে নেমে আসেন। এসবের মধ্যে প্রথম আলো এবং ডেইলি স্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। দেশবাসীর উদ্দেশে দেয়া ভাষণে সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

আপন দেশ/এনএম 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়