ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যত এবং আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি এখন বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবেন কি-না, সেই প্রশ্নও উঠতে দেখা যাচ্ছে।
"সি ইজ ফিনিশড (সে শেষ)। আমার মনে হয়ে না এটা আর আগের অবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা আছে, বিবিসি বাংলাকে বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বীর আহমেদ।
আরও পড়ুন<<>>জামায়াতের কোনো ষড়যন্ত্রই সফল হবে না: জয়নুল আবদিন ফারুক
যদিও অনেকে বলবে- রাজনীতিতে শেষ বলে কিছু নাই। কিন্তু আমি মনে করি, নেতৃত্ব যদি ব্লান্ডার (বিপর্যয়) করে, সেটার শেষ আছে, বলেন অধ্যাপক আহমেদ।
এদিকে, ট্রাইব্যুনালকে 'ক্যাঙ্গারুকোর্ট' আখ্যা দিয়ে রায়কে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছেন শেখ হাসিনা।
রায় প্রত্যাখ্যান করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। কিন্তু এ রায়কে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা কীভাবে দেখছেন?
যুদ্বাপরাধীদের যখন বিচার চলে তখন যারা আসামি ছিলেন, তাদের পক্ষের আইনজীবী এখন এ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী। সেইভাবে মানুষের এটা বুঝতে বাকি নেই যে এটা সম্পূর্ণ একটা ফরমায়েসি রায়। এ রায় নিয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বিচলিত নয়,বলছিলেন আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের একজন নেতা।
নিরাপত্তার স্বার্থে তিনি তার পরিচয় প্রকাশ করতে চাননি।
বিবিসি বাংলা/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































