ফাইল ছবি
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আর্থিকভাবে পিছিয়ে থাকা ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার বিকেলে (২৩ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলন-২০২৫-এ লন্ডন থেকে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ইতোমধ্যে আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি। কর্মজীবনে যে যার পেশায় নিয়োজিত থাকতে হলে প্রয়োজন দক্ষতা ও সততা। দেশের লক্ষ লক্ষ মসজিদকে কেন্দ্র করে আরও কী ধরনের উদ্যোগ নেয়া যায়,সে বিষয়ে বিএনপি সবার পরামর্শ চায়।
আরও পড়ুন<<>>স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
তিনি আরও বলেন, অনেক মসজিদে ইমাম-মুয়াজ্জিনদের চাকরি এখনও মসজিদ কমিটির ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভরশীল। এটি হওয়া উচিত নয়; বরং এটি তাদের প্রতি অন্যায্য আচরণ। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় সার্ভিস রুল প্রণয়নকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করা হবে। কারণ ইমাম-মুয়াজ্জিনরা সমাজ সংস্কারকের ভূমিকা পালন করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।



































