Apan Desh | আপন দেশ

নির্বাচনে আ. লীগকে পুরোপুরি বর্জন করতে হবে: রাশেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫, ২০ নভেম্বর ২০২৫

নির্বাচনে আ. লীগকে পুরোপুরি বর্জন করতে হবে: রাশেদ

ছবি: আপন দেশ

আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে পুরোপুরি বর্জন করতে হবে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিতকরণে সশস্ত্র বাহিনীর ভূমিকা: সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে তিনি এ দাবি করেন।

রাশেদ খান বলেন, আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই হতে হবে। এ নির্বাচন হতে হবে ফ্যাসিবাদমুক্ত, অবাধ ও ইতিহাসের সেরা নির্বাচন। আওয়ামী লীগকে নির্বাচন থেকে পুরোপুরি বর্জন করতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ। তাই তাদের কোনো নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হয়েও নির্বাচনে আসতে পারবে না। তারা যদি মাঠে নামে, জনগণ তাদের প্রতিহত করবে।

আরও পড়ুন<<>>নারীর নিরাপত্তা ছাড়া দেশ এগোতে পারবে না: তারেক রহমান

নির্বাচনী পরিবেশ এখনও তৈরি হয়নি দাবি করে রাশেদ খান বলেন, পুলিশসহ অন্যান্য বাহিনী সঠিকভাবে কাজ করছে না। জনগণের মধ্যে সন্দেহ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না। আমরা এখন শুধু সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছি। সেনাবাহিনীকে গণতন্ত্রের পক্ষে জনগণের পাশে থাকতে হবে।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করা হচ্ছে। তারা এখন স্বতন্ত্র নির্বাচন করার পরিকল্পনা করছে। তাদের উদ্দেশ্যে নির্বাচন করা নয়। তাদের একমাত্র লক্ষ্য নির্বাচন বানচাল করে আবার এক-এগারো’র মতো পরিস্থিতি সৃষ্টি করা। জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলকেও ফ্যাসিস্টের দোসর উল্লেখ করে তাদেরও নির্বাচন থেকে বয়কটের আহবান জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানিয়ে রাশেদ খান বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার ও সচিবের কাছে স্মারকলিপি দিয়েছিলাম কোনোভাবেই যাতে জাতীয় পার্টিসহ ১৪ দলকে সংলাপে আহবান না করা হয়। নির্বাচন কমিশন ফ্যাসিস্টের দোসরদের সংলাপে আহবান করেনি।

তিনি বলেন, সেনাবাহিনী-পুলিশ-প্রশাসনে নিয়োগ হবে শুধু যোগ্যতার ভিত্তিতে। কোনো রাজনৈতিক পরিচয় বা পারিবারিক সম্পর্ক দেখে নয়। ফ্যাসিবাদ যাতে আর কখনও মাথা তুলতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংগঠনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি. জেনারেল (অব.) রোকন উদ্দীন, আমজনতা পার্টির সদস্যসচিব ফাতেমা তাসলিম রাধা এবং সবুজ আন্দোলনের সভাপতি কাজী রেজাউল করিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, নিরাপত্তা বিশেষজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: