Apan Desh | আপন দেশ

রাতে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৫, ১৭ নভেম্বর ২০২৫

রাতে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি

ফাইল ছবি

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে রাতে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি।

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

আরও পড়ুন<<>>প্রত্যার্পন চুক্তির আওতায় হাসিনাকে ফেরত চাইবো: পররাষ্ট্র উপদেষ্টা

দলীয় সূত্রের তথ্যানুযায়ী, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া অস্থিরতা, বিভিন্ন জেলায় বিক্ষোভ–অসন্তোষের পরিস্থিতি এবং সাংগঠনিক দুর্বলতা, এসব ইস্যু আজকের আলোচনায় গুরুত্ব পাবে।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডাদেশও বৈঠকে বিশেষভাবে আলোচিত হবে বলে জানা গেছে। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সিদ্ধান্তগুলো জানানো হতে পারে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়