ফাইল ছবি
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে রাতে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি।
সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আরও পড়ুন<<>>প্রত্যার্পন চুক্তির আওতায় হাসিনাকে ফেরত চাইবো: পররাষ্ট্র উপদেষ্টা
দলীয় সূত্রের তথ্যানুযায়ী, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া অস্থিরতা, বিভিন্ন জেলায় বিক্ষোভ–অসন্তোষের পরিস্থিতি এবং সাংগঠনিক দুর্বলতা, এসব ইস্যু আজকের আলোচনায় গুরুত্ব পাবে।
এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডাদেশও বৈঠকে বিশেষভাবে আলোচিত হবে বলে জানা গেছে। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সিদ্ধান্তগুলো জানানো হতে পারে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































