ছবি: আপন দেশ
অন্তর্বর্তী সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার (০৪ নভেম্বর) নয়া পল্টনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস প্রশ্ন রেখে বলেন, দেশটা কার? কে দেশটা চালায়? দেখার লোক নাই। সবাই শুধু ব্যস্ত সংস্কার, সংস্কার। কী সংস্কার করতেছেন, এটাই তো বুঝতে পারলাম না।
দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, একটা শ্রেণি জুটেছে দেশে নতুন, এরা দেশকে লুটেপুটে খাওয়ার চিন্তা-ভাবনা করছে।
আরও পড়ুন<<>>রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রতিহিংসা ছিল না : আলতাফ হোসেন
বর্তমান সরকারের নিজস্ব কোনো শক্তি নাই মন্তব্য করে তিনি বলেন, তাদের কার্যক্রম দেখলে বোঝা যায়। ওই দুটি দল যা বলে, এই সরকার তাই করে।
মির্জা আব্বাস আরও বলেন, যারা এই বাংলাদেশকেই চায়নি, তারাই এখন বাংলাদেশের শাসনভার চায়। তারা নানা সময় এ দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলেছে, তারা এখন লম্বা লম্বা কথা বলে।
 
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































