Apan Desh | আপন দেশ

শিক্ষকদের ন্যায্য দাবিতে বিএনপির সমর্থন, বিশৃঙ্খলা সৃষ্টিতে কড়া হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২০, ১৮ অক্টোবর ২০২৫

শিক্ষকদের ন্যায্য দাবিতে বিএনপির সমর্থন, বিশৃঙ্খলা সৃষ্টিতে কড়া হুঁশিয়ারি

ফাইল ছবি

বাড়িভাড়াসহ বিভিন্ন দাবিতে রাজপথে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে সহমত পোষন করেছে বিএনপি। দলটি ক্ষমতায় গেলে যৌক্তি দাবি-দাওয়া বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে কড়া সাবধান বার্তাও দিয়েছেন। 

শনিবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের তরফ থেকে এ প্রতিশ্রুতি ও হুশিয়ারি দেয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। সর্বস্তরের শিক্ষকদের জন্য আমাদের অগ্রাধিকার হলো- যুক্তিসঙ্গত আর্থিক সুবিধার নিশ্চয়তাসহ চাকরির নিরাপত্, শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা, তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি। কারণ আমরা বিশ্বাস করি, রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগই গ্রহণ করিনা কেন শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা না গেলে কখনোই কাঙ্খিত সুফল পাওয়া যাবে না।

আরও পড়ুন<<>> আজ কালো পতাকা মিছিল করবেন আন্দোলনকারী শিক্ষকরা
 
প্রতিশ্রুতি দিয়ে বিবৃতিতে বলা হয়, জনগণের ভোটে বিএনপি আবারো রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি, চাকুরী স্থায়ীকরণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার বিষয়ে বিএনপির কোন দ্বিমত নেই।

তবে শিক্ষকদের আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করলে এবং আসন্ন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা চালালে সেটি প্রতিহত করার ক্ষেত্রে বিএনপি কোন নমনীয়তা প্রদর্শন করবে না বলেও সতর্কবার্তা দিয়েছে দলটির শীর্ষ নেতা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়