Apan Desh | আপন দেশ

‘জামায়াতসহ যুগপৎ আন্দোলন করা দলগুলোর সঙ্গে আমরা নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২৫

‘জামায়াতসহ যুগপৎ আন্দোলন করা দলগুলোর সঙ্গে আমরা নেই’

এনসিপির সমন্বয় সভা শেষে কথা বলছেন আহবায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন জামায়াতসহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গে নেই তাদের দল।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, নিম্নকক্ষে আমরা আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর চাই না। তাই জামায়াত ইসলামীসহ যে কয়টি দল যুগপৎ আন্দোলন করছে, তাদের সঙ্গে আমরা নেই।

এ মুহূর্তে এনসিপি কোনো জোটে যাচ্ছে না জানিয়ে এনসিপি আহবায়ক বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদের বিকল্প নেই। গণপরিষদ ও জাতীয় নির্বাচন আমরা যেহেতু একসঙ্গে চাচ্ছি, তাই সে যৌথ নির্বাচনের প্রস্তুতির জন্য আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি। অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের আহবায়ক কমিটি দিয়ে আবারও মাঠে নামবে এনসিপি।

আরওপড়ুন<<>>দুর্গাপূজায় বিএনপি নেতাদের সতর্কতার আহবান রিজভীর  

তিনি বলেন, আমরা এবার প্রতিটি উপজেলায় যাব। আমাদের উঠান বৈঠক নামে কর্মসূচি চলমান রয়েছে। জাতীয় নাগরিক পার্টির যে ২৪ দফা কর্মসূচি নিয়েছে, সেগুলো নিয়ে আমরা মানুষের দুয়ারে আবারও যাব।

নাহিদ ইসলাম বলেন, আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। শাপলা প্রতীক না দেয়ার পক্ষে কোনো যথাযথ যুক্তি নির্বাচন কমিশন দিতে পারেনি। আমরা আশা করছি শাপলা প্রতীক পাব। ‌

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জোট ও গণপরিষদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা আমাদের বলেছেন, আওয়ামী দোসররা এখনো ঘুরে বেড়াচ্ছে। তাই তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়