Apan Desh | আপন দেশ

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫৬, ২৯ আগস্ট ২০২৫

আপডেট: ০৯:০০, ২৯ আগস্ট ২০২৫

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘তিনি (বেগম জিয়া) সব পরীক্ষা-নিরীক্ষার পর বাসায় এসেছেন। সুস্থভাবে ফিরে এসেছেন। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া পালন করেছেন। তারেক রহমান, তার সম্মানিত স্ত্রী, আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সবাই উদগ্রীব ছিলেন। বেগম জিয়া সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
 
এর আগে রাত ৭টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে যান খালেদা জিয়া। দলীয় সূত্র জানায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকটি নিয়মিত টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষা করতেই তাকে হাসপাতালে নেয়া হয়েছিল।

আরও পড়ুন<<>> ‌‌‘যারা নির্বাচনে বাধা দেবে তারা নিশ্চিহ্ন যাবে’

খালেদা জিয়াকে হাসপাতালে নিতে যাওয়ার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি তিনি তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন।

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। দেশে আসার পর নিজ বাসাতেই এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ডের অধীন তার চিকিৎসা চলছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়