
বিএনপির স্থায়ী কিমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ
জামানত বাতিল হবে বলে নির্বাচনকে বিলম্বিত করতে পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে কিছু রাজনৈতিক দল। এমন মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কিমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
শুক্রবার (০৮ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
মেজর হাফিজ বলেন, মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, এখন নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হয়েছে জামায়াতে ইসলামী। আজব আজব থিওরি দিয়ে নির্বাচন বিলম্বিত করার কোনো কারণ নেই। এবারের নির্বাচন হবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত ও অর্থনৈতিক মুক্তির নির্বাচন। নির্বাচনকে বিলম্বিত করতে দলগুলো পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছে।
আরওপড়ুন<<>>‘অন্তবর্তী সরকার জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে ব্যর্থ’
দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝেন না মন্তব্য করে তিনি বলেন, বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি। সংবিধানসহ অন্যান্য বিষয় সংস্কার করবে নির্বাচিত সরকার। গণতন্ত্রকে পূর্ণভাবে বিকশিত দেখতে চাই। সরকারের অধিকাংশ সংস্কারের বিষয়ে একমত হয়েছে বিএনপি।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, এক বছরেও ন্যূনতম সংস্কার না হওয়া এ পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা আছে।
ভারতে বসে শেখ হাসিনা নির্বাচনের আগে দেশ অস্থিতিশীল করতে নানা কূটচালের পরিকল্পনা করেছে, এ বিষয়ে জনগণকে সজাগ থাকারও আহবান জানান তিনি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।