
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদের হত্যাকারীদের বিচারের আগে কোনো নির্বাচনের দরকার নেই বলে মন্তব্য করেছেন শহীদ আবু সাঈদের ভাই রমজান আলী।
তিনি বলেন, এক বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত কোনো শহীদের হত্যাকারীর বিচার হয়নি। আমি মনে করি, নির্বাচনের আগে শহীদ ভাইদের হত্যাকারীদের বিচারের প্রয়োজন।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।
রমজান আলী বলেন, শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশে গত বছরের ২৪ জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, গত ১৭ বছর ফ্যাসিস্টদের আমলে এরকম সম্মেলন কী আমরা করতে পেরেছি কী না? যদি না পেরে থাকি, তাহলে আমাদের ভাইদের যে অগ্রাধিকার, যার জন্য জীবন দিয়েছে, সে অধিকার আমরা ফিরে পেতে চাই।
আরওপড়ুন<<>>জামায়াত ছাড়া কেউ সাহায্য করেনি, জুলাই আন্দোলনে পা হারানো আলম
তিনি বলেন, আমি আজকে এ সমাবেশে উপস্থিত হয়েছি শুধু একটি দাবি নিয়ে। সেটা ১৬ই জুলাই যখন শহীদ আবু সাঈদ দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে যে জীবন দিয়েছিল। যেই কারণে সে কারণের বাস্তবতা কি আমরা আজকে পেয়েছি? যদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার আমরা না পাই, তাহলে আমাদের এ শহীদ ভাইদের আমরা ফেরত চাই।
রমজান আলী বলেন, ফ্যাসিবাদী সরকারের দোসররা জায়গায় জায়গায় ঘাঁটি গেড়ে আছে, তারা পাঁয়তারা চালাচ্ছে। যদি শহীদ ভাইদের হত্যাকাণ্ডের বিচার হয় এবং ফ্যাসিবাদী শক্তি বিচারের আওতায় আসে। তাহলেই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে, মানুষের ভোটের অধিকার ফিরে আসবে।
জুলাই অভ্যুত্থানের আরেক শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা সরকারের প্রতি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আপনারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করবেন। দুই হাজার মায়ের সন্তান দেশের জন্য জীবন দিল, আপনারা খুনিদের বিচার দ্রুত করুন। বিচার নিয়ে কোনো টালবাহানা করবেন না।
আলভীর বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভিন্ন রাজনৈতিক দল আজকে ফ্যাসিবাদীর দোসরদের পুনর্বাসন করছে। তিনি অভিযোগ করেন, তার ছেলের হত্যাকাণ্ডে মামলা করা হলেও পুলিশ এখনো আসামিদের গ্রেফতার করছে না।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।