
ছবি: আপন দেশ
জুলাইয়ে গুলিতে আমার পা হারিয়েছি। তবে আমি সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাইনি। আমার দুইটা বাচ্চা আছে, বউ আছে। একটা বছর মানবেতর অবস্থায় চলছি। সরকার আমার খোঁজখবর নেয়নি। জামায়াত ছাড়া আর কেউ সাহায্য করেনি। এ অভিযোগ করেছেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পা হারানো শ্রমিক মো. শাহ আলম।
শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। শাহ আলম বলেন, ভোট নিয়ে সবাই যখন ব্যস্ত, তখন জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের কথা কেউ ভাবছে না।
সাত দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে চলছে। জামায়াতে ইসলামীর ৭ দফা দাবির মধ্যে রয়েছে: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।