Apan Desh | আপন দেশ

‘মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও বেশি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪১, ৬ জুলাই ২০২৫

‘মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও বেশি’

মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজনৈতিক দলগুলো যাই বলুক, যত কিছুই করুক। ভোটের মাঠে মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি। 

রোববার (৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

২০১৮ সালে বিএনপি নেতা জয়নুল আবেদীন ফারুকের ওপর হামলায় জড়িতদের আটকের দাবিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আরওপড়ুন<<>>‘বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে কুচক্রীমহল’

মান্না বলেন, ভোটের মাঠে মানুষের কাছে এখনও বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তাই মব কালচারের মাধ্যমে সেই জনপ্রিয়তা নষ্ট না করার আহবান জানান তিনি। 

এখন দেশ গড়ার সময়, ভাঙার নয় জানিয়ে নাগরিক ঐক্যের আহবায়ক বলেন, আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি নির্যাতিত ছিলো বিএনপি। তবুও প্রতিশোধের স্পৃহা না রেখে জনগণের কল্যাণে কাজ করার আহবান জানান মাহমুদুর রহমান মান্না।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়