Apan Desh | আপন দেশ

‘বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে কুচক্রীমহল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৬, ৬ জুলাই ২০২৫

আপডেট: ১৪:০৮, ৬ জুলাই ২০২৫

‘বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে কুচক্রীমহল’

ছবি: সংগৃহীত

বিএনপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। এ দলটিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে একটি কুচক্রীমহল। তারা কোন উদ্দেশ্যে এটা করছে সেটি জানা প্রয়োজন। বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

রোববার (০৬ জুলাই) সকালে গুলশানের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের লক্ষ্য পরিস্কার, গত ১৫ বছর ধরে শেখ হাসিনা যে গণতন্ত্রকে হরণ করেছে আমরা সেটি পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়।

আরওপড়ুন<<>>‘হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস দেয়া দলও আনুপাতিক নির্বাচন চায়’

তিনি বলেন, কয়েকজন ব্যক্তি, একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাবে। আর জনগণ তা বিশ্বাস করবে? জনগণ বিশ্বাস করছে না। শহুরে কতিপয় মানুষই দেশের জনগণ নয়।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপির সংস্কার নিয়ে কিছু দল কথা বলছে। সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কারের নামে দুর্বল করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না।

জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়ে আগেই আমাদের মতামত দিয়ে দিয়েছি। এরপর এ বিষয়ে আর কোনো আলোচনা হয়নি। তবে বিএনপি আলোচনার জন্য প্রস্তুত।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ঐকমত্য কমিশন বিএনপিকে নিয়ে যে বক্তব্য দিচ্ছে তা অস্পষ্ট। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ধারণার সঙ্গে বিএনপি একমত নয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়