Apan Desh | আপন দেশ

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় সুন্নী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৬, ২৬ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় সুন্নী সমাবেশ

ছবি : আপন দেশ

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় সুন্নী সমাবেশের ডাক দিয়েছে পীর-মাশায়েখ, সুন্নী জনতা। শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ‍্যানে ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ নামে এ কর্মসূচির ডাক দেন তারা। তবে সোহরাওয়ার্দী উদ‍্যানে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। ফলে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করছেন তারা।

এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে সুন্নীদের ঢল নামে প্রেসক্লাব-মৎস ভবনের দিকে। সেখানে শান্তিপূর্ণ সমাবেশ মুখরিত হয় নানা স্লোগানে। নারায়ে তাকবির - আল্লাহু আকবর, নারায়ে রিসালাত - ইয়া রাসুলুল্লাহ (সাঃ), আহলে সুন্নাত ওয়াল জাম'আত, প্যালেস্টাইন, প্যালেস্টাইন -
ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন উপস্থিত জনতা। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়