
ছবি : আপন দেশ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
শনিবার (১৯ এপ্রিল) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের সই করা এক বার্তায় এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। প্রতিনিধি দলে থাকবেন, যুগ্ম আহবায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।
বৈঠকে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা ও নির্বাচন কেন্দ্রিক নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে সংস্কার ইস্যুতে আট সদস্যের প্রতিনিধি দল নিয়ে গত শনিবার (১৯ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।