Apan Desh | আপন দেশ

যেসব এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪১, ২০ ফেব্রুয়ারি ২০২৫

যেসব এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

ফাইল ছবি

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশন (নদ্দা) এর এলাইনমেন্ট থেকে গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কাজ চলছে। এ জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি)  তিতাস গ্যাসের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন -১ এর ভূগর্ভস্থ স্টেশন (নদ্দা) এর এলাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের পাইপলাইন স্থানান্তর করা হচ্ছে। এ কারণে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতী সিএনজিসহ কুড়িল বিশ্বরোড থেকে শাহজাদপুর সুবাস্তু টাওয়ার পর্যন্ত সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
 
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়