Apan Desh | আপন দেশ

বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ২০:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০২৪

বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত

ফাইল ছবি

হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তি প্রতিবাদ ও দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। সোমবার (৩০ সেপ্টেম্বর) এ কর্মসূচির ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা। এদিন বিকেল ৩ টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন হেফাজতের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
 
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ও সেক্রেটারী মাওলানা মামুনুল হক এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে তারা বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসূল (সা.)-এর নামে জঘন্য কটূক্তি করেন। এতে বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে তাকে সমর্থন করেন। এ ঘটনায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ নবিপ্রেমিক মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এ কটূক্তির নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। 

আরও বলা হয়, এ ঘটনায় মামলা হলেও এখনো রাজ্যসরকার কাউকে গ্রেফতার করে নি। এতে বিশ্ব মুসলিমের অন্তরে ক্ষোভ আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে। যার ফলে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জনতা রাস্তায় নামতে বাধ্য হয়েছে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়