Apan Desh | আপন দেশ

পুলিশি বাধায় ‘ভারত বয়কট’ সমাবেশ পণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

পুলিশি বাধায় ‘ভারত বয়কট’ সমাবেশ পণ্ড

ছবি: সংগৃহীত

পুলিশি বাধায় ১২ দলীয় জোটের ‘ভারত বয়কট’ সমাবেশ পণ্ড হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রস্তুতি নেয়। এ সময় পুলিশি বাধার মুখে পড়ে জোটের পূর্বনির্ধারিত কর্মসূচি। পরে পুলিশের মারমুখী আচরণে বন্ধ হয়ে যায়। পুলিশ ১২ দল নেতাকর্মীদের জোটের ব্যানার ও ফেস্টুন কেড়ে নেয়। পরে তারা বিক্ষোভ মিছিল করে।

বক্তব্য রাখেন জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি ভারতীয় আগ্রাসন, বাংলাদেশের রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেলিম জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। 

দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহেসানুল হুদা বলেন, বয়কট ইন্ডিয়া আন্দোলন চলমান আছে। চলবে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে দেখেছি, আগ্রাসনের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণ প্রতিবাদে সোচ্চার থাকে। কিন্তু আমাদের দেশে দিল্লির তাবেদার সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। তাই দেশের আপামর জনগণকে ভারতীয় পণ্য বর্জনের আহবান জানাই। 

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান বলেন, ১২ দলীয় জোটের আন্দোলন চলছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। 

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, মাওলানা শওকত আমিন, বাংলাদেশ কল্যাণ পার্টির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়