Apan Desh | আপন দেশ

জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা বিকেলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৭, ২৭ নভেম্বর ২০২৩

জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা বিকেলে

ফাইল ছবি

বর্তমান সংসদে বিরোধী দল জাতীয় পার্টি আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামীকাল সোমবার বিকেলে ৪টায় দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

গত বৃহস্পতিবার দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু আশাবাদ ব্যক্ত করেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

তিনি আরও বলেন, কেন্দ্রে যদি ভোটার আসতে পারে, তাহলে তার দল ৩০০ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়