Apan Desh | আপন দেশ

নির্বাচনে সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রাখার নির্দেশ সেনাপ্রধানের 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪৭, ২২ জানুয়ারি ২০২৬

নির্বাচনে সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রাখার নির্দেশ সেনাপ্রধানের 

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের সর্বোচ্চ পেশাদারত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একইসঙ্গে দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের সঙ্গে নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনকালে সামরিক ও অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সেনাপ্রধান এ নির্দেশনা দেন। 

আরও পড়ুন<<>>প্রতিপক্ষের নিরাপত্তা বাড়ানোর দাবি তারেক রহমানের

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ইন এইড টু দ্য সিভিল পাওয়ার-এর আওতায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে দেখতে এ সফর করেন সেনাপ্রধান। তিনি চট্টগ্রাম সার্কিট হাউস এবং কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পৃথক দুটি উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ সময় সেনাপ্রধান দায়িত্ব পালনে পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন। 

সফরকালে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; কমান্ড্যান্ট, ইবিআরসি; অ্যাডজুট্যান্ট জেনারেল; জিওসি, ৩৩ পদাতিক ডিভিশনসহ সংশ্লিষ্ট এরিয়ার সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়