Apan Desh | আপন দেশ

নতুন বেতন কাঠামোর প্রতিবেদন জমা বুধবার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৯, ২০ জানুয়ারি ২০২৬

নতুন বেতন কাঠামোর প্রতিবেদন জমা বুধবার

ছবি: আপন দেশ

ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতন ও ভাতা সংক্রান্ত প্রতিবেদন হস্তান্তর করা হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে প্রতিবেদন জমা দেয়ার আগে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

দায়িত্বশীল সূত্র জানায়, বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতনকাঠামো আংশিকভাবে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। পুরো কাঠামো কার্যকর করার সুপারিশ করা হয়েছে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।

সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা। নতুন কাঠামোয় এটি দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

সর্বোচ্চ ধাপে বর্তমানে বেতন ৭৮ হাজার টাকা হলেও তা বাড়িয়ে এক লাখ ২০ হাজার টাকার বেশি করার প্রস্তাব রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ রাখার সুপারিশও করা হয়।

২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন ও ভাতা খাতে ২২ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। এটি নতুন বেতনকাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে করা হয়েছে।

আরও পড়ুন <<>> চার থানার অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক মন্ত্রণালয়ের নাম

বেতন কমিশনের হিসাব অনুযায়ী, নতুন কাঠামো পুরোপুরি কার্যকর করতে ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন। প্রস্তাবিত কাঠামোয় নিচের ধাপের কর্মকর্তা–কর্মচারীদের বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর সুপারিশ রয়েছে।

গত বছরের ২৭ জুলাই ২১ সদস্যের বেতন কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারে জোর দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার আমাদেরই একাংশ সুষ্ঠু নির্বাচন চায় না : পররাষ্ট্র উপদেষ্টা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল গাজায় তুরস্ক-কাতারের সেনাদের কোনো স্থান নেই : নেতানিয়াহু উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন বৈশাখী ভাতায় বড় সুখবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘কঠিন পরীক্ষা’: মির্জা ফখরুল আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমীর আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পেছাল ১ অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ