ছবি: আপন দেশ
প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) দেশে চারটি নতুন থানা স্থাপনের অনুমোদন দিয়েছে। এ ছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) যমুনায় অনুষ্ঠিত নিকারের ১১৯তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদে নিকারের প্রথম সভা। সভায় মোট ১১টি প্রশাসনিক প্রস্তাব অনুমোদিত হয়।
সরকারের রাজস্ব সংগ্রহ ব্যবস্থাকে আরও কার্যকর করতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ একীভূত করে পুনরায় ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদন হয়েছে। তবে ইংরেজি নাম (Ministry of Women and Children Affairs – MoWCA) অপরিবর্তিত থাকবে।
আরও পড়ুন <<>> বাড়িভাড়া নির্ধারণের যে ষোষণা ডিএনসিসির
পরিবেশ, পর্যটন ও অর্থনৈতিক গুরুত্বের কারণে সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। এ ছাড়া ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার বানান সংশোধনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
নতুন থানাগুলো হলো, গাজীপুর জেলায় পুর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পুর্বাচল দক্ষিণ, কক্সবাজার জেলায় মাতারবাড়ি এবং নরসিংদী জেলার রায়পুরা ভেঙে নতুন থানা।
সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টাসহ অর্থ ও আইন উপদেষ্টা, ৬ জন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব এবং ১৪ জন সচিব ও জ্যেষ্ঠ সচিব।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































