Apan Desh | আপন দেশ

নির্বাচন পর্যবেক্ষণে নিরাপত্তা ঝুঁকি দেখছে না ইইউ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৫, ১৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:৪৩, ১৭ জানুয়ারি ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণে নিরাপত্তা ঝুঁকি দেখছে না ইইউ

ছবি: আপন দেশ

বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বিশেষ কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছে না ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে অতিরিক্ত নিরাপত্তা সতর্কতা জারির প্রয়োজন নেই।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্তা লাসে। তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণে প্রয়োজনীয় নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা মিশনের সঙ্গে রয়েছে।

ইন্তা লাসে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে ইতোমধ্যে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বাড়বে।

নিরাপত্তা ঝুঁকি আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণে আলাদা করে কোনো সিকিউরিটি অ্যালার্ট জারির প্রয়োজন মনে করছি না। মিশনটি নিজস্ব নিরাপত্তা কাঠামোর মধ্যেই কাজ করছে।

তিনি আরও জানান, বাংলাদেশের নির্বাচনসংক্রান্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনগত অঙ্গীকার মানা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করাই এ মিশনের মূল লক্ষ্য।

এর আগে এক সপ্তাহ আগে ঢাকার আরেকটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। সে সময় অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশার কথা জানানো হয়।

আরও পড়ুন <<>> রাজধানীতে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

ওই সংবাদ সম্মেলনে মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইইয়াবস বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে বাংলাদেশের সব সামাজিক গোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করাকে বোঝানো হয়। এর মধ্যে নারী, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু এবং বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীকে গুরুত্ব দেয়া হবে।

তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে ভোটার উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ সূচক। ভোটার উপস্থিতির মাধ্যমে বোঝা যাবে নাগরিকরা কতটা সক্রিয়ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।

২০০৮ সালের পর এবারই প্রথম বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এ মিশনে ইইউর ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের পর্যবেক্ষকরাও থাকবেন। মোট পর্যবেক্ষকের সংখ্যা প্রায় ২০০ জন।

মিশনের কাঠামোর মধ্যে রয়েছে ঢাকাভিত্তিক ১১ জন বিশ্লেষক নিয়ে একটি কোর টিম। ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক এবং ভোটের আগে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক। এ ছাড়া ইইউ সদস্য রাষ্ট্র ও অংশীদার দেশগুলোর কূটনৈতিক মিশনের পর্যবেক্ষকরাও যুক্ত থাকবেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়