Apan Desh | আপন দেশ

দেড় বছর পর চলে গেলেন আরও এক জুলাইযোদ্ধা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:০১, ৩০ ডিসেম্বর ২০২৫

দেড় বছর পর চলে গেলেন আরও এক জুলাইযোদ্ধা

সংগৃহীত ছবি

২০২৪ সালের জুলাই আন্দোলনে আহত শফিকুল ইসলাম আর নেই। দীর্ঘ ১৮ মাস চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিহত শফিকুল ইসলামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। শরীরের সে ক্ষত নিয়ে দীর্ঘ দেড় বছর ধরে তিনি হাসপাতালের বিছানায় লড়াই করেছেন। মঙ্গলবার ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সংগঠন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

শফিকুলের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স তাদের ফেসবুক পোস্টে জানায়

‘হালুয়াঘাটের আহত যোদ্ধা শফিকুল ইসলাম আজ ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘ দেড় বছর যন্ত্রণার সাথে লড়াই করেছেন। এ মৃত্যুর দায় এড়ানো যায় না—হাসিনার হত্যার যন্ত্র যেন এখনো থামেনি।’

এদিকে ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দামও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শফিকুলের আত্মার মাগফেরাত কামনা করে তাকে 'শহীদ' হিসেবে কবুল করার দোয়া করেন।

আন্দোলনের দেড় বছর পার হয়ে গেলেও এখনো অনেক আহত যোদ্ধা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। শফিকুলের চলে যাওয়া যেন মনে করিয়ে দিল, জুলাই বিপ্লবের আত্মত্যাগ এখনো শেষ হয়নি। একের পর এক মৃত্যুতে শহীদের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে।

শফিকুলের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে, তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়