Apan Desh | আপন দেশ

কুয়াশা-গুঁড়ি বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৩৪, ৩০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৫:০১, ৩০ ডিসেম্বর ২০২৫

কুয়াশা-গুঁড়ি বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ছবি : আপন দেশ

সারা দেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া অব্যাহত থাকতে পারে এবং হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছেন সংস্থাটির আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।

পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌযান ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এসময় রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে কুয়াশা ঘন থাকায় শীতের অনুভূতি বজায় থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ ও বাঘবাড়ীতে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এ ছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, সৈয়দপুর, শ্রীমঙ্গল ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টি হয়েছে। একই সময়ে বান্দরবানে সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং নিকলিতে সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আরও পড়ুন : ‘খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নিন’

সিনপটিক অবস্থায় জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়