Apan Desh | আপন দেশ

রাজধানীর যেসব এলাকায় কাল গ্যাস থাকবে না 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৯, ২৩ ডিসেম্বর ২০২৫

রাজধানীর যেসব এলাকায় কাল গ্যাস থাকবে না 

ফাইল ছবি

বিতরণ লাইন স্থানান্তর কাজের কারণে বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কতৃপক্ষ। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

তিতাসগ্যাস জানায়, মেসার্স ইন্টারকন্টিনেন্টাল, ১ নং মিন্টু রোড, ঢাকার বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য আগামী বুধবার (২৪ ডিসেম্বর) নির্ধারিত সময়সূচি অনুযায়ী গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ওই দিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের শাহবাগ থেকে বাংলামটর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন>>>নোয়াখালীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৫

এছাড়া গ্যাস বন্ধের সময় ও পরবর্তী সময়ে আশেপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য সম্মানিত গ্রাহকদের কাছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়