ফাইল ছবি
অবশেষে নতুন দল হিসেবে আরও দুটি রাজনৈতিক দল নিবন্ধন পাচ্ছে। একটি হলো নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) সামনে টানা ১৩৪ ঘণ্টা অনশন করা তারেক রহমানের আমজনতার দল ও অপরটি জনতার দল।
কয়েক দফা তদন্তের পর নিবন্ধনের শর্ত পূরণ করায় দল দুটিকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। এর আগে নতুন দুটি দল ইসির নিবন্ধন পায়, একটি এনসিপি ও অন্যটি জাতীয় সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
আরও পড়ুন>>>নির্বাচন ঘিরে পুলিশ কর্মকর্তাদের যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
বুধবার (০৩ ডিসেম্বর) রাতে ইসির এক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয়। পুনঃতদন্তে নতুন দুটি দল আমজনতার দল ও জনতার দল জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্ত পূরণ করায় নিবন্ধন দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্র আরও জানায়, দল দুটির বিষয়ে কারো আপত্তি রযেছে কী না তা নিশ্চিত হওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেয়া হচ্ছে। বিষয়টি কমিশনের সম্মতির জন্য নথি উপস্থাপন করা হয়েছে। কমিশনের অনুমতি পেলে শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































