Apan Desh | আপন দেশ

ভূমিকম্পের কারণে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০২, ২১ নভেম্বর ২০২৫

ভূমিকম্পের কারণে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ফাইল ছবি

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কারণে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র উৎপাদন বিঘ্নিত হয়েছে। এতে দেশের বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছে বলেও জানিয়েছে।

পিডিবির কর্মকর্তাদের মতে, বিবিয়ানা-২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, আশুগঞ্জ ৫৫ মেগাওয়াট এবং আশুগঞ্জ ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ভূমিকম্পের সময় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। 

আপন দেশ<<>>ভূমিকম্পে রাজধানীতে নিহত ৩, আহত অনেক

এ ছাড়া এসএস পাওয়ারের ৬০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট চালু ছিল, তবে সরবরাহ বন্ধ হয়ে যায়।

এ ছাড়া কয়েকটি বিদ্যুৎকেন্দ্র আংশিকভাবে উৎপাদন কমানো হয়েছে। এগুলো হলো বিবিয়ানা-৩, আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট এবং সিরাজগঞ্জ ২২৫ মেগাওয়াট।

পিডিবি কর্মকর্তারা জানিয়েছেন, ঘোড়াশাল এআইএস গ্রিড সাবস্টেশন থেকেও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। সেখানে আগুন, ইনসুলেটর ভেঙে যাওয়া ও অন্যান্য কারণে অনেক অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়