Apan Desh | আপন দেশ

ঢাকাসহ আশপাশে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৯, ১২ নভেম্বর ২০২৫

ঢাকাসহ আশপাশে বিজিবি মোতায়েন

ফাইল ছবি

রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ১২ প্লাটুন ও আশপাশের জেলায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান।তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের নিরাপত্তায় বিজিবির সদস্যরা কাজ করবেন।

এ সময় পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বিজিবি সদস্যরা মোতায়েন থাকবে বলেও জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা।

প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামীর রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১৩ নভেম্বর। এই রায়কে ঘিরে রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

কর্মসূচি ঘোষণার পর থেকে গত কয়েক দিনে রাজধানীতে প্রায় ১০টি বাসে অগ্নিসংযোগ ও একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গ্রেফতার করা হয়েছে। এমন পরিস্থিতিতে অপতৎপরতা রোধে ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়