
ফাইল ছবি
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় একটি গোপন লকার জব্দ করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার পর পর লকারটি জব্দ করে রাজস্ব বোর্ডের বিশেষ গোয়েন্দা বিভাগ সেন্ট্রাল ইন্টেলিজেন্সি সেল (সিআইসি)।
এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সারাদেশের ব্যাংকগুলোকে এ ব্যাপারে তথ্য চেয়ে চিঠি পাঠায় সিআইসি।
জানা গেছে, ক্ষমতায় থাকা অবস্থায় ২ বার নিজে উপস্থিত হয়ে মতিঝিলের পূবালী ব্যাংক শাখার ওই লকার খোলেন শেখ হাসিনা। কিন্তু ৫ আগস্টের পর পূবালী ব্যাংককে লকারের বিষয়ে সিআইসি চিঠি দিলেও কোন তথ্য দেয়নি ব্যাংকটি।
আরও পড়ুন<<>> দুদকের মামলায় মোরশেদ আলম শ্যোন অ্যারেস্ট, অধরা জসিমরা
সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক আহসান হাবীব জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে (লকার নং-১২৮)। এ লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের একটি টিম লকারটি জব্দ করেছে।
এনবিআর সূত্রে আরও জানা গেছে, লকারে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তবে এখনই বলা যাবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।