Apan Desh | আপন দেশ

ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৬, ২১ আগস্ট ২০২৫

আপডেট: ১০:৪৬, ২১ আগস্ট ২০২৫

ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

বিমানবন্দরে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানকে স্বাগত জানান বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন

চার দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বুধবার (২০ আগস্ট) রাতে ঢাকা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী এ সফর করছেন বলে ঢাকায় পাকিস্তানের হাইকমিশন জানিয়েছে।

আরও পড়ুন<<>>বিএফআইইউ প্রধানের অপকর্ম তদন্তে চার সদস্যের কমিটি, সময় সাতদিন

এ সফরে দুই দেশের বাণিজ্য সম্পর্ক গভীরতর করা, বিনিয়োগের নতুন ক্ষেত্র খুঁজে বের করা এবং সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হবে। বিদ্যমান বাণিজ্য সম্ভাবনা ও ভবিষ্যৎ সহযোগিতার দিকনির্দেশনা হবে বৈঠকের মূল বিষয়।

জানা গেছে, জাম কামাল খান ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। সফরের সময় চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে, যা দুই দেশের মধ্যে বাণিজ্যিক অংশীদারিত্ব জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সরকারি উচ্চপর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

এ ছাড়া সফরের অংশ হিসেবে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দর, একটি ওষুধশিল্প প্রতিষ্ঠান এবং একটি ইস্পাত কারখানা ঘুরে দেখবেন।

এ সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়