
ফাইল ছবি
রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছিল। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে বৈঠক শুরু হওয়ার পর বিএনপি সাময়িক ওয়াকআউট করে আবার ফিরে আসে। এরপর হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে উঠায় বৈঠক মুলতবি করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে বৈঠক মুলতবি করা হয়।
এর আগে ২০তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়। একপর্যায়ে সরকারি কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ ইস্যুতে আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি।
আলোচনার জন্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সূচনা বক্তব্য উপস্থাপন করেন। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ জানান তাদের দল এ আলোচনায় অংশ নেবে না।
ওয়াকআউটের কারণ জানিয়ে সালাহউদ্দীন আহমেদ বলেন, আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল যে- সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ দুই-একটি প্রতিষ্ঠানে যে নিয়োগ, এটা নিয়ে কমিটি করা এবং সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করা, এটায় ভবিষ্যতে সরকার বা রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে।
তবে ওয়াকআউটের কিছু সময় পর আবারও আলোচনায় অংশ নেয় বিএনপি। এতে আবারও ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ২০তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়। এরমধ্যেই ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় এবার বৈঠক মুলতবি করা হয়।
আপন দেশ/জেডআই/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।